আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পুয়েরতো শহরের একটি বার থেকে ১০ জনকে অপহরণ করা হয়েছে। সোমবার বারটিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় অপরাধ চক্রের মধ্যে বিরোধীতার জের ধরে ওই অপহরণের ঘটনা ঘটেছে। জালিসকো প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, পিকআপ ট্রাকে করে শহরের লা লিচি রেস্টুরেন্টের বারে আসে অস্ত্রধারীরা। পরে বারে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ জনকে অপহরণ করে নিয়ে যায়।
প্রধান প্রসিকিউটর এদোয়ারদো আলমাগুর জানিয়েছেন, ১০ থেকে ১২ জনকে অপহরণ করেছে অস্ত্রধারীরা।
ধারণা করা হচ্ছে, অপহৃত ব্যক্তিরা কোনো অপরাধ চক্রের সদস্য। পূর্ব শত্রুতার জের ধরে তাদের অপহরণ করা হতে পারে। তারা বৈধ কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তারা পর্যটক নয় আবার ওই দেশের নাগরিকও নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।