আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতিক্ষীত কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল দেশটি। এর ফলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হলো। যোগাযোগের ক্ষেত্রে এটাই বিশ্বের প্রথম হ্যাক প্রুফ স্যাটেলাইট।
এই স্যাটেলাইটের মাধ্যমে টেলিফোনে আড়িপাতা ঠেকানো সম্ভব হবে। যে কোনো দেশ চাইলেই আর অভ্যন্তরীণ তথ্য হ্যাক করতে পারবে না।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট কেন্দ্র থেকে সোমবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে কোয়ান্টাম স্যাটালাইটটি উৎক্ষেপণ করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।
৬শ’য়ের একটু বেশি ওজনের ওই স্যাটেলাইটটি প্রতি ৯০ মিনিটে পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে। এই স্যাটেলাইটের নাম দেয়া হয়েছে মিসিয়াস।