স্পোর্টস ডেস্ক : প্রতিযোগিতামূলক ম্যাচে শুরুটা দারুণ হয়েছে বার্সেলোনার! স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে সেভিয়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে কাতালানরা। ওই ম্যাচে জয় যেমন সুসংবাদ বয়ে এনেছে বার্সার জন্য, তেমনি দুঃসংবাদও পেয়েছে তারা। কী সেই দুঃসংবাদ?
সেভিয়ার বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এর জন্য আগামী দুই সপ্তাহ বার্সার অধিনায়ককে মিস করবেন মেসি-সুয়ারেজরা। তাই সুপার কাপের দ্বিতীয় লেগে ইনিয়েস্তাকে পাওয়া যাবে না। খেলতে পারবেন না লা লিগার শুরুর দিকের ম্যাচও।
এদিকে, ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে বার্সার আরেক খেলোয়াড় জার্মেই ম্যাথুকে। ক্লাবের পক্ষে বলা হয়েছে, ‘যদিও তাদের (ইনিয়েস্তা-ম্যাথু) ফেরাটা নির্ভর করছে কখন আরোগ্য লাভ করেন। ইনিয়েস্তা দুই আর ম্যাথুকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’