নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ইঙ্গিত করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম বলেছেন, একটি বিশেষ দল রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে স্বীকার করতে চায় না। কিন্তু বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠীর নয়, তিনি সবার। তাকে রাজনৈতিক দৈন্যতায় নেয়া অন্যায়।
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিজের মিথ্যা জন্মদিন পালন করেন। এটা অন্যায় ও অমানবিক, আমরা তাদের এ থেকে বিরত থাকার অনুরোধ জানাই।
তিনি আরো বলেন, আমার নিজের জন্মদিন ১৫ আগস্ট। কিন্তু আমি কখনো জন্মদিন পালন করি না। অবুঝ বয়সেও পালন করিনি।
প্রতিমন্ত্রী বলেন, সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে মুছে দিতে চেয়েছিল। তারা হিসাব মেলাতে পারেননি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাদের সকল অপচেষ্টা নস্যাৎ করে দেবেন।
বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হলো তখন কোনো সংগঠন টুঁ শব্দও করেনি। অথচ আজ যখন যৌক্তিক ও যথাযথ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীর বিচার করা হচ্ছে, তখন মানবাধিকারের প্রশ্ন তোলা হচ্ছে। যখন শিশু রাসেলকে নৃংশসভাবে হত্যা করা হলো তারা তো প্রতিবাদ করেনি। বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে মর্মে আইন এবং অধ্যাদেশ জারি করা হলো- এটা মানবাধিকার লঙ্ঘন হয়নি? কিন্তু কেউ প্রতিবাদ করেনি, এখানেই আমরা হতাশ। আজ মানবাধিকারের অজুহাতে বঙ্গবন্ধুর খুনি ফিরিয়ে দেয়া হচ্ছে না। এ ধরনের সিদ্ধান্তকে আমরা ঘৃণা জানাই।