নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামায়াত সভাপতি ও তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সদরুল আমীন রিজভী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।
মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সদর উপজেলার রশিদাবাদ ব্রেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাওলানা রিজভী নেত্রকোনা জেলা সদরের সতেরশ্রী এলাকার বাসিন্দা এবং সতেরশ্রী দরবার শরিফের গদিনশীন পীর।
পুলিশ জানায়, মাওলানা রিজভী একটি মাইক্রোবাসে করে তার মুরিদদের নিয়ে নেত্রকোনা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে রশিদাবাদ ব্রেইলি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতের মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।