স্পোর্টস ডেস্ক : চ্যাস্পিয়নস লিগের প্লে-অফের প্রথমার্ধে দুটি পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। আর এতেই স্টেয়া বুখারেস্টকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নিতে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ম্যানসিটি। এরই ধারাবাহিকতায় খেলার শুরুতেই এগিয়ে যেতে পারতো ম্যানসিটি। কিন্তু ৮ মিনিটে আগুয়েরার নেয়া পেনাল্টি রুখে দেন বুখারেস্টের গোলরক্ষক। তবে ১৩ মিনিটে সে আক্ষেপ ঘুচিয়ে দলকে এগিয়ে দেন ডেভিড সিলভা।
এরপর প্রথমার্ধের ২১ মিনিটে আরেকটি পেনাল্টি আগুয়েরা বারের উপর দিয়ে মেরে দর্শকদের হতাশ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে তিনি জাল খুঁজে পান। ফলে দুই শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় ম্যানসিটি।
বিরতি থেকে ফিরেই ব্যবধান ৩-০ করে ফেলেন নোলিতো। এরপর শুধুই আগুয়েরা শো। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮৯ মিনিটে বুখারেস্টরে কপালে শেষ পেরেক ঠুকে নিজের হ্যাটট্রিক তুলে নেন আগুয়েরা। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।