আন্তর্জাতিক ডেস্ক :
বাগদাদ বলেছে, সিরিয়ায় দায়েশ বিরোধী অভিযানে ইরাকি আকাশসীমা ব্যবহারের জন্য রাশিয়াকে অনুমতি দেয়া হয়েছে। শর্ত সাপেক্ষে এ অনুমতি দেয়ার কথা জানানো হয়েছে।
বাগদাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি বলেন, কিছু শর্ত সাপেক্ষে ইরাকি আকাশসীমা রাশিয়ার জন্য খুলে দেয়া হয়েছে। অবশ্য ইরাকি আকাশসীমা দিয়ে রকেট যাওয়ার বিষয়ে রাশিয়ার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ ইরাক পায়নি বলেও জানান তিনি।
সিরিয়ায় হামলা চালানোর জন্য সীমান্তবর্তী আকাশপথ রুশ বিমানগুলো ব্যবহার করবে উল্লেখ করে তিনি বলেন, রুশ বিমানগুলো ইরাকি শহরের ওপর নিয়ে চলাচল করবে না। সিরিয়ায় বেসামরিক হতাহত এড়ানোর লক্ষ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুবিধা করে দিতে রাশিয়ার সব ধরণের অনুরোধ শোনা হবে বলেও জানান তিনি।
ইরানের পশ্চিমাঞ্চলীয় নগরী হামেদানের বিমানঘাটি থেকে উড়ে রুশ বিমান সিরিয়ায় তাকফিরি অবস্থানে হামলা করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়ার পর এ কথা জানালেন আবাদি।
রাশিয়ার বিবৃতির পরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরান ও রাশিয়া কৌশলগত সহযোগিতায় জড়িত। এছাড়া, দেশ দু’টি সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের সক্ষমতা এবং সম্ভাবনা বিনিময় করছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমন্ত্রণে গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে বিমান হামলা করছে রাশিয়া।