আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআর প্রধান জেইদ রা’দ জেইদ আল-হোসেইন জাতিসংঘ পর্যবেক্ষকদের ভারত নিয়ন্ত্রিত কাশ্মির পরিস্থিতি সরে জমিনে তদন্ত করে দেখার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। আজ (বুধবার) দেয়া বিবৃতিতে ভারত এবং পাকিস্তানের প্রতি এ আহ্বান জানিয়েছেন আল হোসাইন।
জুলাই মাসে উত্তেজনা উস্কে ওঠার পর থেকেই মানবাধিকার কমিশনের পর্যবেক্ষকদের কাশ্মির উপত্যকা সরে জমিনে তদন্ত করে দেখার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।
দুর্ভাগ্যজনক ভাবে সে সুযোগ দেয়া হয় নি বলে জানান জাতিসংঘ কর্মকর্তা।
তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের এ আহ্বান মঞ্জুর করা হয় নি। বিবৃতিতে বলা হয়, কাশ্মিরে অতিরিক্ত শক্তিপ্রয়োগ এবং রাষ্ট্র পরিচালিত সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া, কাশ্মিরে অনেক লোক নিহত হওয়া এবং ব্যাপক সংখ্যক আহত হওয়া, অব্যাহত অস্থিরতা এবং প্রায় দৈনিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করা হয় এতে।
এ সব প্রেক্ষাপটে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র ভাবে খতিয়ে দেখার আন্তরিক চেষ্টা চালিয়ে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।
কাশ্মিরের ঘটনায় ক্ষতিগ্রস্ত, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা বাহিনী সদস্যদের জিজ্ঞাসাবাদ করে স্বতন্ত্র ভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে চেয়েছে জাতিসংঘ পর্যবেক্ষকরা। জাতিসংঘের পর্যবেক্ষকদের এ অনুমতি না দেয়া হলে কাশ্মিরে আরো খারাপ কিছু ঘটবে বলে আশংকা ব্যক্ত করেন তিনি।