আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরীর মানবিজ থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কয়েকশ’ সদস্যকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছে মার্কিন সমর্থিত বাহিনী।
আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর যোদ্ধাদের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল কারভার বলেন, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডাররা দায়েশ বহরকে নিরাপদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্র সমর্পণ করার পর দায়েশ সদস্যদের চলে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। অবশ্য কয়েকশ’ গাড়ি নিয়ে তারা চলে যেতে সক্ষম হয়।
অস্ত্র সমর্পনকারী দায়েশ সদস্যদের সংখ্যা ১০০ থেকে ২০০ হবে বলে জানানো হয়েছে। অবশ্য দায়েশের বহরের প্রতিটি গাড়িতে বেসামরিক মানুষ ছিল এবং তাদের সংখ্যা জানানো হয় নি।
দায়েশের সদস্যদে এই প্রথম এ ভাবে সরে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এ ছাড়া, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে, মানবিজ থেকে এ ভাবে সরে পড়া দায়েশ সদস্যদের অনেকেই নিরাপদে তুর্কি সীমান্ত অতিক্রম করেছে।