নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিল থানার দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
আজ (বুধবার) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় পুলিশের অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতের পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, গতবছর ফেব্রুয়ারি মাসে মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি দায়ের করে। আজ আদালত এই মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
তাপস পাল আরো জানান, জামিনে থাকা আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ অন্যরা আজ আদালতে হাজিরা দিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার মুগদা থানার একটি মামলায়ও সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।
পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গতবছরের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা পুলিশ মামলাটি দায়ের করে। এরপর ৮ জুলাই পুলিশ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এই মামলায় অন্য আসামিদের কয়েকজন হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।