আন্তর্জাতিক ডেস্ক :
জম্মু-কাশ্মিরে আজ গেরিলা হামলায় নিরাপত্তাবাহিনীর ৩ জওয়ান নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন সেনাবাহিনীর সদস্য এবং একজন পুলিশ কর্মী। এছাড়া, নিরাপত্তা বাহিনীর অন্য ৩ সদস্য আহত হয়েছে।
আজ (বুধবার) ভোরে কাশ্মিরের বারামুল্লা জেলায় গেরিলারা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের ধরার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘গত রাত আড়াইটা নাগাদ বারামুল্লার খাজাবাগ এলাকায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর কনভয়ে আচমকা হামলা চালালে ২ সেনা জওয়ান নিহত এবং অন্য ২ জন আহত হয়।’ আহত নিরাপত্তাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারামুল্লার সিনিয়র পুলিশ সুপার ইমতিয়াজ হুসাইন মীর বলেন, সম্ভবত ২/৩ জন হামলাকারী ওই হামলা চালিয়েছে।
অন্য একটি ঘটনায় মঙ্গলবার রাতে গেরিলারা পুলিশ গাড়িতে হামলা চালালে এক পুলিশ সদস্য নিহত এবং অন্য একজন আহত হয়। গেরিলারা হামলা চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আক্রমণকারীদের গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার স্বাধীনতা দিবসে কাশ্মিরের নৌহাট্টাতে গেরিলা হামলায় প্রমোদ কুমার নামে এক সিআরপিএফ কমান্ডান্ট নিহত হয় এবং ৮ জওয়ান আহত হয়।
এদিকে, কাশ্মিরে অব্যাহত সহিংসতা এবং সীমান্তে অনুপ্রবেশের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মুতে যাবেন ভারতীয় স্থলবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। অন্যদিকে, ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল প্রবীণ বকশিও আজ রেজিমেন্ট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে জম্মুতে উপস্থিত থাকবেন। সেনাপ্রধান দলবীর সিং সুহাগ নর্দান আর্মি কমান্ডার ডি এস হুদাসহ অন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।