স্পোর্টস ডেস্ক :
গত বৃহস্পতিবার লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার হয় বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের। সফল অস্ত্রোপচারের পর সুস্থ আছেন বলে জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ বুধবার তিনি জানালেন, শুক্রবারই লন্ডন থেকে ঢাকায় উড়াল দেবেন মোস্তাফিজ।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং আগামী শুক্রবার লন্ডন থেকে রওয়ানা হবো আমরা। মোস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে তা অনুসরণ করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ৫ মাসের মধ্যে মোস্তাফিজ সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।’
এর আগে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মোস্তাফিজ বৃহস্পতিবার আসতে পারেন। রোববার দেশে ফিরে পাপন তার নিজ বাসভবনে তিনটি ইলেক্ট্রনিক মিডিয়া ও একটি প্রিন্ট মিডিয়ার সঙ্গে আলাপকালে মোস্তাফিজের ফেরা নিয়ে বলেছিলেন, ‘আমি তার (মোস্তাফিজ) অস্ত্রোপচারের আগে ও পরে সেখানে ছিলাম। চিকিৎসক তার ভালোর জন্য ওই রাতে (শুক্রবার) থাকতে বলে। যদিও সেদিনই তার হাসপাতাল ছাড়ার কথা ছিল। পরদিনই শনিবার হাসপাতাল থেকে রিলিজ পায় সে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১৮ আগস্ট (বৃহস্পতিবার) লন্ডন থেকে মোস্তাফিজ বাংলাদেশে ফিরে আসবে। তবে যদি চিকিৎসক তাকে সেখানে আরও কিছু দিন থাকার পরামর্শ দেন, তাহলে আরও কিছুদিন লন্ডনে থাকবে হয়তো।’
প্রসঙ্গত, আজ বুধবার শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করেছেন মোস্তাফিজ। সেখানে সুসংবাদ পেয়েছেন বাংলাদেশি পেসার। অস্ত্রোপচার পরবর্তি কোনো জটিলতা নেই তার বাঁ কাধে। মোস্তাফিজের উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওয়ালেস।