স্পোর্টস ডেস্ক :
হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে এবারের অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করলো নেইমারের দল ব্রাজিল। নেইমার একাই করেছেন দুই গোল।
বুধবার রাতে মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গোল করে রেকর্ড গড়েন নেইমার। যা অলিম্পিক ফুটবলে ইতিহাসে সবচেয়ে কম সময়ের গোলের রেকর্ড।
ম্যাচের শুরু আর অতিরিক্ত সময়ে গোল করেন নেইমার। শেষের গোলটি পেনাল্টি থেকে পাওয়া। আরো দুটি গোলেও তার অবদান রয়েছে।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে নেইমাররা। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। নেইমারের মতো দুই গোল পালমেইরাসের তরুণ উইঙ্গার গ্যাব্রিয়েল জেসুসও। বাকি দুটি গোল করেছেন মারকিনহোস ও লুয়ান।
এদিকে, মেয়েদের ফুটবলে সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে গেছে ব্রাজিল।
অলিম্পিক ফুটবলে কখনো সোনা জেতেনি ব্রাজিল। এর আগে তিনবার ফাইনালে উঠে তিনবারই পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়। সর্বশেষ তো এই গত অলিম্পিকেই। ফেবারিট হয়েও যেখানে ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে।