স্পোর্টস ডেস্ক :
অলিম্পিক ফুটবলের (পুরুষ) ফাইনালে ব্রাজিলের সঙ্গী হলো বিশ্বকাপজয়ী জার্মানি। দ্বিতীয় সেমিফাইনালে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জার্মানরা।
এর আগে প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে নেইমারের দল ব্রাজিল।
এই জার্মানির সঙ্গেই ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের বিরাট ব্যবধানে হেরে যায় ব্রাজিল। এবার তাদের প্রতিশোধের পালা। বড়রা না পারলেও পারবেন কি নেইমাররা।
এদিকে অলিম্পিকের ইতিহাসে দ্রুততম গোল করে রেকর্ড গড়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।