স্পোর্টস ডেস্ক :
মৌসুমে নিজের সেরা টাইমিং করে পুরুষদের ২০০ মিটারের ফাইনালে জায়গা করে নিয়েছেন গতিদানব বোল্ট। সেমিফাইনালে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড। তবে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন বোল্টের প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন।
নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ফাইনালে আগামীকাল সকাল সাড়ে সাতটায় নামবেন বোল্ট। পুরুষদের ২০০ মিটারে টানা তিনবার দূরে থাক, বোল্ট ছাড়া আর কেউ দুবারও জিততে পারেননি। বোল্টের জন্য তাই এটি নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই।
আর বোল্টের প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন ২০.১৩ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন।