আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে দু দফা গাড়িবোমা হামলায় অন্তত ছয়জন নিহত ও ১৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর; ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
তুরস্কের দোগান বার্তা সংস্থা বলেছে, আজকের হামলার পেছনে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের হাত রয়েছে।
আজকের (বৃহস্পতিবার) প্রথম হামলা হয়েছে ভ্যান প্রদেশের একটি থানায়। বিস্ফোরক ভর্তি একটি গাড়ি থানায় আঘাত করে। এতে তিনজন নিহত ও ৪০ জন আহত হয়। তবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করে নি। প্রথম হামলার কয়েক ঘণ্টা পর এলাজিগ শহরে হামলা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর থানায় সন্ত্রাসী হামলার মাত্রা বেড়েছে। এ অঞ্চলে পিকেকে গেরিলাদের শক্ত অবস্থান রয়েছে। ২০১৫ সালের জুলাই মাস থেকে তুর্কি সরকার অস্ত্রবিরতি বাতিল করে কুর্দিবিরোধী অভিযান শুরু করেছে। জবাবে পিকেকে গেরিলারাও সেনা ও পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে।