নিজস্ব প্রতিবেদক :
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় চলতি বছর সারাদেশে ৭৪ দশমিক ৭০ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ পয়েন্ট। এছাড়া পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।
ফলাফলের অনুলিপি গ্রহণের পর শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক নির্দিষ্ট সময়ের দুই দিন পূর্বে ফলাফল দিতে সক্ষম হয়েছি এ জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সবাই আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। সে কারণেই দিনের পর দিন পরীক্ষার ফল উন্নত হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা জাতীয়তরণ, মেয়েদের শিক্ষা অবৈতনিক করণ ও ড. কুদরত-ই-খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠনের কথা উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজেদের উন্নতির লক্ষেই মন দিয়ে লেখাপড়া করেছে বলেই তাদের ফল দিন দিন ভালো হচ্ছে। প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে জানিয়ে এজন্য সন্তোষ জানান প্রধানমন্ত্রী। তিনি ছেলেদের পড়াশোনায় আরও মনযোগী হয়ে ছাত্রীদের সঙ্গে ব্যবধান কমানোর পরামর্শ দেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ, কারিগরিতে ৮৪ দশমিক ৫৭, রাজশাহীতে ৭৫ দশমিক ৪০, সিলেটে ৬৮ দশমিক ৫৯, বরিশালে ৭০ দশমিক ১৩, মাদ্রাসায় ৮৮ দশমিক ১৯, কুমিল্লায় ৬৪ দশমিক ৪৯ ও দিনাজপুরে ৭০ দশমিক ৬৪ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পেল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।