আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের মহাসচিব বান কি মুন কাশ্মির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানকে লেখা এক চিঠিতে জম্মু-কাশ্মির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করার পর তার জবাবে বান কি মুন ওই উদ্বেগ প্রকাশ করেন।
শুক্রবার গণমাধ্যমে প্রকাশ, জাতিসংঘের মহাসচিব কাশ্মির বিষয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছেন বলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরণের বিবৃতি এমন সময় এল যখন ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র সচিবদের মধ্যে প্রস্তাবিত সংলাপের জন্য ৫ দফা এজেন্ডা ঠিক করা হয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্যে সংলাপ শুরু করার জন্য পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি যে প্রস্তাব দেয়া হয়েছিল ওই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আলোচনার জন্য পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। যদিও ভারতের পক্ষ থেকে ওই আলোচনায় ৫ দফা এজেন্ডা হাতে নেয়া হয়েছে।
ভারত ঠিক করেছে, সন্ত্রাসবাদ নিয়েই মূল আলোচনা হবে এরপর অন্য বিষয়ে কথা হবে। সীমান্ত অনুপ্রবেশ, সন্ত্রাসী হামলা, মাসুদ আযহার, হাফিজ সাঈদ এবং দাউদ ইব্রাহিমের গ্রেফতারি, পাকিস্তানে সন্ত্রাসী শিবির বন্ধ করা ইত্যাদিকে ভারত আলোচনার বিষয়বস্তু করতে চাচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ভারতের পক্ষ থেকে পাক শাসিত কাশ্মির নিয়েও আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে লিখিভাবে ভারতের বক্তব্য পাকিস্তানকে জানানো হয়েছে।
যদিও শুক্রবার ভারতের পক্ষ থেকে যাবতীয় শর্তকে উপেক্ষা করে পাক পররাষ্ট্র সচিব ইজাজ আহমেদ চৌধুরী ভারতকে ‘কাশ্মির পরিস্থিতি’ নিয়ে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের হাতে এ ব্যাপারে আমন্ত্রণপত্র তুলে দেয়া হয়েছে। এতে ভারতীয় পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করকে এ মাসের শেষে ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান সাফ জানিয়েছে, তারা ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী’ কাশ্মির নিয়ে চলতি মাসের শেষের দিকে আলোচনা চাচ্ছে। এভাবে ভারত-পাক আলোচনা প্রসঙ্গে কার্যত ভারতের দিকে বল ঠেলে দিয়ে দিয়েছে পাকিস্তান।
এদিকে, আজ (শনিবার) কাশ্মিরের পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়কে জানাতে ন্যাশনাল কনফারেন্স, সিপিআই(এম) এবং কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেয়া হয়েছে। প্রতিনিধি দলে থাকছেন জম্মু-কাশ্মিরের বিরোধী দলনেতা ন্যাশনাল কনফারেন্সের ওমর আব্দুল্লাহ, সিপিআই(এম) নেতা ইউসুফ তারিগামি এবং রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমদ মীর।