আন্তর্জাতিক ডেস্ক :
কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ায় নৌমহড়া শুরু করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। যখন ক্রিমিয়া নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মারাত্মক উত্তেজনা চলছে তখন রুশ নৌবাহিনী এ মহড়া শুরু করল।
রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী দিমিত্রি বুলগাকভ আজ (শুক্রবার) মহড়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানান, লজিস্টিক সাপোর্ট ইউনিট সমুদ্রে অভিযান শুরু করেছে যাতে ক্রিমিয়া অঞ্চলে মহড়ায় অংশ নেয়া নৌ ও পদাতিক সেনাদেরকে বাস্তবভিত্তিক সমর্থন দেয়া যায়।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্রিমিয়ায় রুশ সেনা সামাবেশের জবাব দিতে তার দেশের সামরিক বাহিনীকে নির্দেশ দিতে তিনি মোটেই দ্বিধা করবেন না। গতকাল তিনি বলেছেন, পূর্ব সীমান্ত ও ক্রিমিয়া অঞ্চলের পরিস্থিতির অবনতি হলে তিনি সেখানে সামরিক আইন জারি করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনাবাহিনী পাঠাবেন। কয়েকদিন আগে তিনি এও বলেছিলেন যে, ক্রিমিয়া এবং দোনবাস এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ-প্রস্তুতিতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়ার লোকজন গণভোটের মাধ্যমে এ প্রজাতন্ত্রকে রাশিয়ার সঙ্গে একীভূত করার পক্ষে ভোট দিয়েছিল।