আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের চেয়ারম্যান পল মানাফোর্ট পদত্যাগ করেছেন। শুক্রবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন মানাফোর্ট। পরে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প।
বিবৃতিতে ট্রাম্প বলেন, শুক্রবার সকালে পল মানাফোর্ট আমাকে তার পদত্যাগপত্র দেন এবং আমি তা গ্রহণ করি। তিনি কঠোর পরিশ্রম করে আমাদেরকে আজকের অবস্থানে পৌঁছতে সাহায্য করেছেন এবং এজন্য আমি তার প্রশংসা করি। বিশেষ করে তার কাজ আমাদের ডেলিগেটদের ভোট পেতে সহায়ক হয়েছে এবং সম্মেলন প্রক্রিয়ার দিকনির্দেশনা দিয়েছে।
গত জুনে ট্রাম্পের তৎকালীন প্রচার ম্যানেজার কোরে লিওয়ানডোস্কি বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নিয়েছিলেন মানাফোর্ট।
ইউক্রেনের রাশিয়া-সমর্থিত সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে ঘনিষ্ঠতার খবর প্রকাশ পাওয়ার পর ৬৭ বছর বয়সী অভিজ্ঞ রাজনৈতিক কুশলী মানাফোর্টকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাছাড়া ইউক্রেনে রুশপন্থি রাজনৈতিক দলের সঙ্গে মানাফোর্টের সম্পৃক্ততার অভিযোগও সম্প্রতি খতিয়ে দেখা হচ্ছে।
যদিও ঠিক কী কারণে তিনি ট্রাম্পের প্রচার শিবিরের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।
এ সপ্তাহের শুরুতেই দ্বিতীয়বারের মতো নিজের প্রচার শিবির ঢেলে সাজান ট্রাম্প। নতুন শিবিরের প্রচার ম্যানেজার করা হয়েছে পোলস্টার ক্যালিয়ানকে। সিইও হয়েছেন ব্রেইটবার্ট নিউজের স্টেফেন ব্যানন।
সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়, ইউক্রেন সরকার এমন কিছু খতিয়ান প্রকাশ করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের হয়ে কাজ করার জন্য গোপনে মানাফোর্টকে এক কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ দেওয়ার তথ্য রয়েছে।
যদিও মানাফোর্ট এ খবর পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। মানাফোর্ট বলেন, তিনি অন্যায় কোনো কাজ করেননি।