আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের আরো বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়ে রাশিয়া যদি কোনো অনুরোধ করে তবে তা আমলে নেয়া হতে পারে। আজ (শনিবার) ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান একথা বলেছেন।
অবশ্য, রাশিয়ার কাছ থেকে এখনো এ ধরনের অনুরোধ আসে নি এবং এ নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই। দেহকান জানান, রুশ যুদ্ধবিমানের ইরানি বিমানঘাঁটি ব্যবহারের বিষয়টি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে এবং এতে সংসদের কিছু করার নেই।
ইরানের কোনো বিমানঘাঁটিই রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান তিনি। দেহকান আরো বলেন, প্রয়োজন হলে জ্বালানি কিংবা অস্ত্র নেয়ার জন্য ইরানের পশ্চিমাঞ্চলের নোজেহ বিমানঘাঁটি ব্যবহার করবে রাশিয়া।
এর আগে, গত মঙ্গলবার রুশ বোমারু বিমান সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে হামলার জন্য ইরানের হামেদান শহরের কাছে নোজেহ বিমান ঘাঁটি ব্যবহার করেছে বলে প্রথম খবর বের হয়। তারপর বৃহস্পতিবারও ইরানের গণমাধ্যম খবর দিয়েছে- টানা তৃতীয়দিনের মতো রুশ বিমান ইরানের ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের ওপর হামলা চালিয়েছে।