আন্তর্জাতিক ডেস্ক :
টেক্সাসের একটি আদালত শুক্রবার হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করেছেন। তাকে যে হত্যাকাণ্ডের অপরাধে সাজা দেয়া হয়েছে সে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
আগামী বুধবার জেফরি উড নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল।
১৯৯৬ সালের জানুয়ারী মাসে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। উডের এক বন্ধু একটি মনোহরী দোকানে ডাকাতি করার সময় দোকানের একজন কর্মীকে গুলি করে।
এ সময় তিনি একটি গ্যাস স্টেশনের বাইরে একটি মালবাহী গাড়িতে বসে ছিলেন। শুক্রবার তিনি ৪৩ বছরে পা রাখবেন।
রাজ্যের আইনের আওতায় তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়।
মামলার শুনানীতে বলা হয়, কোন অপরাধমূলক তৎপরতায় কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে এই ঘটনার ষড়যন্ত্রের সাথে জড়িত ব্যক্তিও হত্যাকারীর সমান দোষী।
উডের আইনজীবীরা যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করেছেন যে এই মামলার তদন্তে ভুয়া সাক্ষ্য ও বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া লংঘিত হয়েছে।
উডের আইনজীবী জারেড টেইলার এক বিবৃতিতে বলেন, ‘আদালত উডের মৃত্যুণ্ড স্থগিত করে সঠিক কাজটিই করেছেন।’
উডের সমর্থকরা জানান, উডের বুদ্ধি শিশুর মতো। তিনি জানতেন না যে তার বন্ধু ড্যানিয়াল রেনেয়াউ ওই মনোহরি দোকানটিতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করতে যাচ্ছে।
মাত্র দুই মাস ধরে তাদের পরিচয় হয়েছিল।
কেরভিল নগরীতে ওই ঘটনাটি ঘটে। উড তখন গ্যাস স্টেশনের বাইরে একটি মালবাহী গাড়িতে বসেছিলেন। ওই সময় তার বন্ধু রেনেয়াউ দোকানের সিন্দুক লুট করতে যায়। সূত্র: এএফপি