নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর অভিজাত বসুন্ধরা সিটি শপিং মলে আবারো আগুন লেগেছে। এ নিয়ে তিন তিনবার বড় ধরনের আগুনের ঘটনা ঘটলো বসুন্ধরায়। রোববার বেলা সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। বেলঅ আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার পর ঘটনাস্থর পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আসিনুল হক।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মেয়র আনিসুল হক বলেন, বসুন্ধরা সিটি শপিং মলেই কেন বারবার আগুন লাগে। এ নিয়ে তিন তিনবার আগুন লাগলো বসুন্ধরা সিটিতে। আমি এ বিষয়ে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান সাংবাদিকদেরকে বলেন, মোট ১১ জন ভেতরে আটকা পড়েছিলেন। তার মধ্যে ৮/৯ জনকে উদ্ধার করেছি। বাকিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।