আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়ার জাতীয় পুলিশ বাহিনীতে কর্মরত নারী পুলিশের প্রায় অর্ধেকেই গত পাঁচ বছরে যৌন হেনস্তার শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বা এএফপি’র কর্ম পরিবেশ সংক্রান্ত নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে কাজ করতে গিয়ে ৪৬ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন। এছাড়া, ৬৬ শতাংশ নারী এবং ৬২ শতাংশ পুরুষ কর্মক্ষেত্রে উৎপীড়নের শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ায় জাতীয় পর্যায়ে এরকম ঘটনা যা ঘটে তার চেয়ে দ্বিগুণ দেশটির পুলিশ বাহিনীতে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ বাহিনীর অনেকেই বলেছেন, অভিযোগ করে তারা একঘরে হয়ে পড়েছেন। আর অন্যেরা বলেছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণে দীর্ঘ সময় লেগেছে। নিপীড়িত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি বিশেষভাবে নজর দেয়ার ব্যবস্থা অস্ট্রেলিয়ার পুলিশে নেই।
অস্ট্রেলিয়ার সাবেক যৌন বৈষম্য দূরীকরণ কমিশনার এলিজাবেথ ব্রোডারিক এ প্রতিবেদন প্রণয়ন করেন। উৎপীড়ন এবং যৌন হেনস্তার শিকার অনেকেই তাদের চাকরিক্ষেত্রে আরো বৈরী পরিবেশে পড়ার আশংকায় অভিযোগ জানানো থেকে বিরত থেকেছেন বলে জানান ব্রোডারি। তিনি বলেন, এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার ছিল।