বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিরডাপ মিলনায়তনে ‘ট্রেড ইউনিয়নকে কার্যকর করতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করুন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
শাহজাহান খান বলেন, কর্মজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ। ট্রেড ইউনিয়নে একসময় নারীদের অংশগ্রহণের বিষয়টি ছিল না। কিন্তু এখন এক্ষেত্রে নারীরাও নেতৃত্বের পর্যায়ে যাচ্ছে। স্থানীয় সরকার থেকে সংসদ সদস্য প্রতিটি ক্ষেত্রেই নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করছে। এটা আরও বাড়াতে হবে।
ট্রেড ইউনিয়নে দুর্বৃত্তায়নের ফলে শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, এদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেব না। সব ষড়যন্ত্র প্রতিহত করেই দেশের মানুষ এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও নারী আন্দোলন কর্মী শিরিন আখতার বলেন, কর্মক্ষেত্রে নারীরা প্রতিনিয়তিই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। নারীর প্রজননের বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত নারীর বিশেষ এ ভূমিকার গুরুত্ব না দেবে, ততক্ষণ নারীর জন্য সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব না।
স্বাধীনতা যুদ্ধে দুই লক্ষাধিক নারী সম্ভ্রম হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, পুরুষেরা যুদ্ধ করেছেন দেশ ও জীবনের জন্য, নারীদের এর সঙ্গে সম্ভ্রমের জন্যও লড়তে হয়েছে। আজও নারীদের সম্ভ্রম রক্ষার জন্য লড়তে হয়, যা খুবই অপমানজনক।
কর্মজীবী নারী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং (এফইএস) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী। জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন- শহীদুল্লাহ চৌধুরী, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, হেনরি মেইহ্যাক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা