আন্তর্জাতিক ডেস্ক :
সিরিয়ার গোলান মালভূমিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইল দাবি করছে, সিরিয়া থেকে গোলাবর্ষণের পর তাদের জঙ্গিবিমানগুলো গোলান মালভূমিতে হামলা চালায়।
সোমবার ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ঘোষণা করেছে, সিরিয়া থেকে গোলাবর্ষণের পর তারা ‘সিরিয়ার সামরিক লাঞ্চারে’ হামলা চালিয়েছে। গোলান মালভূমির মধ্যাঞ্চলে ইসরাইলের নিরাপত্তা বেড়ার কাছে গিয়ে পড়ে এসব গোলা। তবে কেউ এ ঘটনায় হতাহত হয় নি।
সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি গুরুত্বপূর্ণ সমর্থক হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। অনেকেই বলে থাকেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে সৃষ্টিই করেছে তেল আবিব।
গত মাসেও ইসরাইল সিরিয়ার সামরিক বাহিনীর দুটি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছিল। সে সময় অবৈধ এ শক্তি দাবি করেছিল, সিরিয়া থেকে গোলা বর্ষণের পর তারা হামলা চালিয়েছে।