আন্তর্জাতিক ডেস্ক :
বাহরাইনের মানবাধিকার কর্মী এনাস আউনকে দেশ ছাড়তে বাধা দিয়েছে দেশটির রাজতান্ত্রিক সরকার। বাহরাইনের মানবাধিকার পরিস্থিতি যাতে আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস হয়ে না যায় সেজন্যই এ ব্যবস্থা নিয়েছে আলে খলিফা সরকার। এনাস আউন বাহরাইনের সেন্টার ফর হিউম্যান রাইটসের ‘মনিটরিং ও ডকুমেন্টেশন’ বিভাগের প্রধান।
আরবি ভাষার টেলিভিশন চ্যানেল লুয়ালুয়া জানিয়েছে, গতকাল (সোমবার) তিউনিশিয়ায় একটি ওয়ার্কশপে যোগ দিতে রওয়ানা দিলে এনাসকে বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, কথিত অপরাধ তদন্ত বিভাগের নির্দেশের কারণে তাকে দেশ ছাড়তে দেয়া হচ্ছে না।
গত প্রায় সাড়ে পাঁচ বছর ধরে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার দেশটির বিরোধী রাজনৈতিক ও মানবাধিকার কর্মীদের ওপর ব্যাপক নীপিড়ন চালিয়ে আসছে।
গত ১৮ আগস্ট বহারাইনের সরকার মানবাধিকার কর্মী গাদা জামশিরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। বাহরাইন ও পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলোরে বিচারব্যবস্থা সংস্কারের দাবিতে কাজ করে আসছিলেন তিনি।