আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তান বিরোধী কঠোর বক্তব্য দেয়ার একদিন পরই নিঃশর্ত ক্ষমা চাইলেন লন্ডনে স্বেচ্ছা নির্বাসিত মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম প্রধান আলতাফ হোসেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফসহ পাক কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান তিনি। টুইটার বার্তায় তার এ বক্তব্য তুলে ধরেছেন এমকিউএম মুখপাত্র ওয়াসে জলিল।
আলতাফ তার বক্তব্যে দাবি করেন, তীব্র মানসিক চাপের কারণে এ বিবৃতি দিয়েছেন তিনি। তার কর্মীদের বিচার বহির্ভূত ভাবে গ্রেফতার এবং করাচিতে বিরাজমান বিপদজনক পরিবেশের জন্য তার এ মানসিক চাপ সৃষ্টি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তিনি বলেন, পাকিস্তানি হিসেবে কখনোই এ জাতীয় শব্দ আর ব্যবহার করবেন না। এ ছাড়া, পাকিস্তানের সিন্ধু প্রদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল এমকিউএম’এর বিরুদ্ধে নেয়া সব পদক্ষেপ বন্ধ করার আহ্বানও জানান তিনি।
করাচি প্রেসক্লাবের বাইরে অবস্থান বিক্ষোভরত এমকিউএম কর্মীদের উদ্দেশ্যে গতকাল দেয়া ভাষণে পাকিস্তানকে গোটা বিশ্বের ক্যান্সার হিসেবে উল্লেখ করেছিলেন আলতাফ হোসেন। এ ছড়া, পাকিস্তান বিরোধী শ্লোগানও দেন তিনি। তার এ বক্তব্য ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ক্ষমা চাইলেন তিনি।