নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা জীবনবাজি রেখে কাজ করছে। বিলাসিতা নয়, পুলিশ সদস্যদের এখন কাজ নিয়ে ব্যস্ত।
মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নিকট একটি গাড়ির চাবি হস্তান্তর করেন আনোয়ার হোসেন মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন খান। এসময় তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় যানবাহন একটি বড় সমস্যা। আনোয়ার হোসেন মডার্ন মেডিকেল কলেজ ডিএমপিকে গাড়ি উপহার দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কমিশনার বলেন, আমার কোনো অফিসার বিলাসিতার জন্য গাড়ি ব্যবহার করবে না। ধানমন্ডি থানা এলাকায় টহল বাড়ানোর ফলে চুরি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের প্রবণতা কমেছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আনোয়ার হোসেন মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন খান বলেন, আমি একজন ব্যবসায়ী। ব্যবসার সফলতা নির্ভর করে আইন-শৃংঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে। যেকোনো সমস্যায় ধানমন্ডি থানা বিশেষভাবে আমাদের সাহায্য করেছে। ধানমন্ডি এলাকায় আইন-শৃংঙ্খলা উন্নতির লক্ষ্যে ডিএমপিকে একটি গাড়ি উপহার দিতে পেরে আমরা আনন্দিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের পাবলিক রিলেশন্স অফিসার সামসুজ্জোহা শিমু এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।