আন্তর্জাতিক ডেস্ক :
ভারত ও চীনে স্বর্ণের (স্বর্ণালঙ্কার) চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই দুই দেশে কয়েক দিন পরই শুরু হবে শারদীয় উৎসব। এটিকে কেন্দ্র করেই বাড়ছে স্বর্ণের ব্যবহারিক চাহিদা।
মুম্বাইভিত্তিক গ্লোবাল ব্যাংকের এক ব্যবসায়ী এ সম্পর্কে বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ ভারতে স্বর্ণের চাহিদা বাড়তির দিকে থাকবে। এজন্য ব্যবসায়ীরা এখন থেকেই ধাতুটির মজুদ বৃদ্ধির দিকে নজর দিয়েছেন।
এর আগে ১১ আগস্ট ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল পূর্বাভাস দিয়েছিল, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা সাত বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল। ভারতে স্বর্ণের মোট চাহিদার দুই-তৃতীয়াংশই আসে গ্রামাঞ্চল থেকে। এসব অঞ্চলে জুয়েলারি ব্যবসা বেশ ঐতিহ্যবাহী।
অন্যদিকে আগামী সেপ্টেম্বরে চীনে শুরু হবে মধ্য শারদীয় উৎসব। এ সময় দেশটিতে স্বর্ণালঙ্কারের চাহিদা বছরের অন্য সময়ের তুলনায় বেড়ে যায়। খবর ইকোনমিক টাইমস।