আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তার মন্ত্রিসভার সদস্যরা।
ইরানের ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে প্রেসিডেন্ট রুহানি ও তার সরকারের মন্ত্রীরা আজ (বুধবার) সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায় নি। সর্বোচ্চ নেতা সাধারণত সরকারকে নানা বিষয়ে দিক-নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন। গত রমজান মাসেও প্রেসিডেন্ট রুহানি তার সরকারের মন্ত্রীদের নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তার অস্বাভাবিক বেতন নেয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছিলেন।
২৩ আগস্ট থেকে ইরানে ‘সরকার সপ্তাহ’ শুরু হয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি ও তার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বাহোনারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকার সপ্তাহ পালন করা হয়। ১৯৮১ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্ক বা এমকেও’র বোমা হামলায় তারা শহীদ হন।