আন্তর্জাতিক ডেস্ক :
চলমান সহিংসতার মধ্যে আজ দুই দিনের সফরে কাশ্মির গেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে কাশ্মিরের মানুষজনের সঙ্গে কথাবার্তা বলার কর্মসূচি গ্রহণ করেছেন।
এক টুইটার বার্তায় রাজনাথ সিং আজ বলেন, ‘আমি নেহেরু গেস্ট হাউসে রয়েছি। যারা কাশ্মিরিয়াত, মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী, তারা আসুন।’
এদিকে, আজ কাশ্মিরের পুলওয়ামাতে আজ প্রতিবাদ বিক্ষোভ চলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আমীর গুল মীর নামে এক যুবক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর পেলেট গানের ছররা গুলিতে জখম হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আজ সকাল থেকে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় সশস্ত্র সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে ইট-পাথর হাতে নিয়ে বিক্ষোভে শামিল হয় প্রতিবাদকারীরা। এতে এক তরুণের মৃত্যু হওয়ার পাশাপাশি কমপক্ষে ৪০ জন আহত হয়।
অন্যদিকে, পুলওয়ামা জেলায় পুলওয়ামা ক্রিকেট স্টেডিয়ামের কাছে আজ পুলিশ পার্টিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হলে ৫ পুলিশ কর্মী আহত হয়েছে। পুলিশের একটি দল টহল দেয়ার সময় লুকিয়ে থাকা গেরিলারা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এদিকে, আজ হাইকোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে পুলওয়ামাতে আমীর গুল মীর নামে এক তরুণ নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। সেখানকার আইনজীবী সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক রেডক্রসসহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থাকে কাশ্মিরের বাস্তব পরিস্থিতি জানার জন্য তাদের টিমকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।