ক্রীড়া ডেস্ক :
মাত্র ষষ্ঠ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করলেন ফকনার। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় অস্ট্রেলিয়ান।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ফকনার।
অস্ট্রেলিয়ার পেসার নিজের অষ্টম ওভারের শেষ বলে কুশল পেরেরাকে করেন এলবিডব্লিউ। পরের ওভারের প্রথম দুই বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে হেনরিকসের ক্যাচ বানানোর পর থিসারা পেরেরাকে বোল্ড করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ক্লিন্ট ম্যাকাই, ২০১৩ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে।
প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন ব্রুস রিড, ১৯৮৬ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাকি তিনজন অ্যান্থনি স্টুয়ার্ট (১৯৯৭ সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে), ব্রেট লি (২০০৩ বিশ্বকাপে ডারবানে কেনিয়ার বিপক্ষে) ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান (২০১২ সালে মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে)।