নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী পুত্রকে শনিবার সকালে স্বাগত জানানোর কথা ছিল নোয়াখালী সদরের ইউনুছ মিয়ার পরিবারের। কিন্তু ওই পরিবারে এখন শোকের ছায়া।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের ৩ সদস্য ছাড়াও তাদের আরো ২ নিকটাত্মীয় নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল শনিবার সকালে জানান, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর রউন এলাকার ইউনুছ মিয়া তার প্রবাসী পুত্রকে বিমান বন্দর থেকে বাড়ি আনতে স্ত্রী-পুত্রসহ আত্মীয়দের নিয়ে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
রাত সোয়া ১২টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-৫৩-৬০৯৯) কুমিল্লার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই গৃহকর্তা ইউনুছ মিয়া (৫৫), তার স্ত্রী সায়মা বেগম (৫০), তাদের ছেলে ফারুক (২২), নিকটাত্মীয় নোয়াখালী সদর উপজেলার চরবসুর গ্রামের মোস্তফারছেলে নুরুন্নবী (২৮) এবং বাড়াই পুর গ্রামের হাফিজ উল্লার ছেলে লাতু মিয়া (৩৯) নিহত হন। নিহতদের মরদেহ বর্তমানে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।