আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতসহ দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক’ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। ইসলামাবাদে নভেম্বরের ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য এ আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান অস্থিতিশীলতা এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রসঙ্গে নরেন্দ্র মোদির বক্তব্যকে কেন্দ্র করে যখন ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে যখন উত্তেজনা চলছে তখন এ আমন্ত্রণ জানানো হলো। দেশ দু’টির মধ্যে টানাপড়েনের ফলে ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সার্ক অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দেন নি। গতকাল পাকিস্তানে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অবশ্য পাকিস্তানের আমন্ত্রণ মোদি গ্রহণ করবেন কিনা তার কোনো স্পষ্ট আভাস এখনো পাওয়া যায় নি। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ শীর্ষ সম্মেলন যথারীতি অনুষ্ঠিত হবে- এমন ধারণাই দিতে চাইছে পাকিস্তান।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন সফল করার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। গতকাল পাক পররাষ্ট্র দফতরে এ সংক্রান্ত একটি সেল খোলা হয়েছে বলেও জানান তিনি। এটি উদ্বোধন করেন পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী। এটি সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক। এর সদস্য দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। এ ছাড়া, চীন এবং জাপানকে সার্কের পর্যবেক্ষক সদস্য করা হয়েছে।