আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দেশের উত্তরাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফাতেহ আশ-শামের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের তৎপরতা নস্যাৎ করেছে। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সাবেক আন-নুসরা ফ্রন্ট সম্প্রতি নাম পরিবর্তন করে জাবহাত ফাতেহ আশ-শাম রেখেছে।
গতকাল (শুক্রবার) সীমান্তবর্তী আরসাল শহরের উপকণ্ঠে জাবহাত ফাতেহ সন্ত্রাসীদের ওপর এ হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের আল-মানার টিভি জানিয়েছে, হামলায় অন্তত এক সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হয়। হিজবুল্লাহর মিডিয়া সেন্টার থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে- হিজবুল্লাহ যোদ্ধারা সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে মর্টারের গোলা ও রকেট ছুঁড়ছে।
২০১১ সাল থেকে সিরিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফাতেহ ও দায়েশসহ বহু সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতায় ক্ষত-বিক্ষত হচ্ছে। সেখান থেকে সন্ত্রাসীরা লেবাননের ভেতরেও ঢোকার চেষ্টা করে আসছে। তবে হিজবুল্লাহ যোদ্ধারা মাঝেমধ্যে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের তৎপরতা নস্যাৎ করে দিচ্ছে।