আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে বলিভিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে সম্মানিত করা হয়েছে। বলিভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড চেকুয়েহুয়াঁচা তাকে এ পদক তুলে দেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে ইরান-বলিভিয়া ইকনোমিক ফোরামের বৈঠকে বক্তব্য দেয়ার পর জাওয়াদ জারিফের হাতে ডেভিড এ পদক তুলে দেন। বৈঠকে দুই মন্ত্রীই উপস্থিত ছিলেন। ইরান ও বলিভিয়ার ২০০ ব্যবসায়ী এবং উদ্যোক্তা এ বৈঠকে যোগ দেন। বৈঠকে যোগ দেয়ার আগে জাওয়াদ জারিফ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে সাক্ষাৎ করেন।
১২০ সদস্যের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে জারিফ লাতিন আমেরিকার ছয়টি দেশ সফর করছেন। গত সোমবার কিউবা থেকে এ সফর শুরু হয়েছে এবং ভেনিজুয়েলায় এ সফর শেষ হবে। সফরে এরইমধ্যে লাতিন আমেরিকার পাঁচ দেশের সঙ্গে নানা রকম চুক্তি হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে লাতিন আমেরিকার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়েছে। এ সম্পর্কের পেছনে মূলত সাম্রাজ্যবাদ-বিরোধী চেতনা সক্রিয় রয়েছে।