আন্তর্জাতিক ডেস্ক :
হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজের কাছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গানবোটের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। অন্যদিকে ইরানের পানিসীমায় অনুপ্রবেশের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে তেহরান।
মঙ্গলবার একটি মার্কিন রণতরী পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় প্রবেশ করতে গেলে আইআরজিসি’র বেশ কয়েকটি গানবোট ওই রণতরীর ৩০০ ইয়ার্ডের (২৭০ মিটার) কাছাকাছি চলে যায়। এ সময় মার্কিন রণতরী থেকে ইরানি গানবোটগুলোর ভিডিও ধারণ করে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করে ওয়াশিংটন।
হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেষ্ট শুক্রবার এ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বলেন, “এ ঘটনায় ইরানি গানবোটগুলোর উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে তাদের এ আচরণ গ্রহণযোগ্য নয়।” তিনি আরো বলেন, “হরমুজ প্রণালির মতো একটি সংকীর্ণ স্থানে এ ধরনের আচরণ ভুল হিসাব-নিকাশ থেকে সৃষ্ট বিপদের আশঙ্কা বাড়িয়ে দেয়।”
মার্কিন মুখপাত্র এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের গানবোটের ভিডিও প্রকাশের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ইরানের সমুদ্রসীমায় প্রবেশ করেছিল। ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান আরো বলেন, কোনো বিদেশি জাহাজ তার দেশের পানিসীমায় ঢুকলে, তার বাহিনী সেটাকে সতর্ক কিংবা মোকাবিলা করবে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পারস্য উপসাগরে ইরানের পানিসীমার নিরাপত্তা রক্ষার দায়িত্ব আইআরজিসি’র এবং এ বাহিনী নিজের দায়িত্ব পালনে সিদ্ধহস্ত।
এ বছরের জানুয়ারিতে ইরানি পানিসীমায় অবৈধ অনুপ্রবেশের পর ১০ মার্কিন নাবিককে আটক করেছিল ইরান। পরে সমুদ্র বিষয়ক একটি তদন্তে তারা ভুলভাবে নৌচালনা করেছিল বলে প্রমাণিত হয়। ওই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করার পর মার্কিন নাবিকদের ছেড়ে দেয় আইআরজিসি।