আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে অটোমান সাম্রাজ্যের সুলতান মোহাম্মাদের সঙ্গে তুলনা করেছেন। কয়েকশ বছর আগে অটোমান সুলতান কনস্টান্টিনোপল বা আজকের দিনের ইস্তাম্বুল জয় করেছিলেন।
গতকাল (শুক্রবার) ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর ওপর নির্মিত একটি ব্রিজ উদ্বোধনের সময় ইলদিরিম এরদোগানকে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মাদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, মোহাম্মাদ ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের সময় ক্রিস্টান বাহিনীর সমুদ্র অবরোধ এড়ানোর জন্য মাটির ওপর দিয়ে জাহাজ চলাচলের পথ তৈরি করেছিলেন আর এরদোগান সমুদ্রের নিচ দিয়ে চলাচলের পথ তৈরি করলেন। সমুদ্রের নিচ দিয়ে বসফরাস প্রণালী পাড়ি দেয়ার জন্য ২০১৩ সালে এরদোগান একটি পাতাল ট্রেনলাইন তৈরির প্রকল্প উদ্বোধন করেন। সেই পাতাল রেল গতকাল থেকে চালু হলো। অবশ্য, এর আগে ১৯৭৩ সালে এবং ১৯৮৮ সালে এশিয়া ও ইউরোপকে যুক্ত করার জন্য বসফরাস প্রণালীর ওপর দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
গতকালের অনুষ্ঠানে এরদোগান নিজে বলেছেন, “আমরা ব্রিজের মাধ্যমে দুই মহাদেশকে যুক্ত করছি।” তিনি আরো বলেন, “মানুষ মরে যায় কিন্তু তাদের কাজ বেঁচে থাকে। শুধু কথার মাধ্যমে কোনো জাতিকে সভ্য ও উন্নত জাতিতে পরিণত করা যায় না বরং প্রয়োজন হয় কাজ।”