নিজস্ব প্রতিবেদক :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের বাবার ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের বরের বাবা মঈনুল হক (৪০) ও এইক গ্রামের মেয়ের বাবা রফিকুল ইসলাম (৩৫)।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা বড়খাতা গ্রামে বাল্যবিয়ে হবে এমন সংবাদের ভিত্তিতে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফা জামাল সোহেল গ্রাম পুলিশ দিয়ে বর ও কনের বাবাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। এ সময় বর ও কনের লোকজন পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হয়।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফা জামাল সোহেল জানান, শিশু ও যুব ফোরামের সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের দায়ে বর ও কনের বাবাকে আটক করা হয়।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদালতের বিচারক আজিজুর রহমান বাল্যবিয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সাজাপ্রাপ্তদের শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হবে।