নিজস্ব প্রতিবেদক :
মীর কাসেম আলীর মামলার সঙ্গে যে সকল প্রসিকিউটর সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। রোববার মামলার রিভিউ শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মামলায় আপিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের বিষয়ে আগামী ৩০ আগস্ট রায়ের জন্য রাখা হয়েছে।
তিনি বলেন, জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা পরিচালনায় অদক্ষতার পরিচয় দেওয়া প্রসিকিউটরদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা আমার কাছে (অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম) জানতে চেয়েছেন আপিল বিভাগ। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিষয়টি সরকারের গোচরে আনা হবে।
কোন প্রসিকিউটরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল তাদের নাম উল্লেখ না করলেও অ্যাটর্নি জেনারেল বলেছেন, মীর কাসেম আলীর মামলায় যেই প্রসিকিউটররা মামলা পরিচালনার ব্যাপারে অংশগ্রহণ করেছেন এবং যিনি প্রধান প্রসিকিউটরেরে দায়িত্ব প্রদান করেছেন তাদের ব্যাপারেই আদালতের অভিমত প্রকাশ করেছেন।
এই মামলায় ট্রাইব্যুনাল দুটি অভিযোগে (১১ ও ১২ নম্বর) মীর কাসেমকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এর মধ্যে আপিল বিভাগ ১২ নম্বর অভিযোগ থেকে অব্যাহতি দেন। অ্যাটর্নি জেনারেল মনে করেন, মামলা পরিচালনায় প্রসিকিউশনের দুর্বলতার কারণেই এই অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
মাহবুবে আলম বলেন, আমি বলেছি ১২ নম্বর চার্জেও মীর কাসেমের মৃত্যুদণ্ড হতো, যদি প্রসিকিউশন ঠিক মতো মামলাটি পরিচালনা করতো।
তবে আপিল বিভাগ ১১ নম্বর অভিযোগে তার যে মৃত্যুদণ্ড দিয়েছেন তা বহাল থাকবে বলে আশা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।