আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিপাইনে সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আবু সায়েফের মধ্যে সংঘর্ষে ১২ সেনা সদস্য নিহত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ফিলিপাইনের সেনাবাহিনীর মেজর ফাইলমোন তান জানিয়েছেন, সোমবার জোলো দ্বীপের পাকিকুল শহরের একটি জঙ্গলে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই সংঘর্ষে আরো পাঁচ সেনা আহত হয়েছে।
ফাইলমোন তান রয়টার্সকে জানিয়েছেন, ওই সংঘর্ষে আমরা আমাদের ১২ সেনা সদস্যকে হারিয়েছি। দু’পক্ষের তীব্র গোলাগুলির কারণে বহু হতাহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ওই সংঘর্ষে সশস্ত্র বাহিনীর কতজন নিহত হয়েছে সে বিষয়ে পরিস্কারভাবে কিছু জানা না গেলেও তান প্রাথমিকভাবে জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর ৩০ জনের বেশি সদস্য ওই সংঘর্ষে নিহত হয়েছে।
বৃহস্পতিবার থেকে ওই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। ইতোমধ্যেই অভিযানে ২০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।