আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে হচ্ছে ‘বাংলা। ইংরেজিতে অবশ্য এই নাম হবে ‘বেঙ্গল’। আজ (সোমবার) বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তন নিয়ে সরকারি প্রস্তাব পাস হয়েছে। সরকারপক্ষ থেকে ‘বাংলা’ ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’নাম করার প্রস্তাব রাখা হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে রাজ্যের জন্য ‘ঐতিহাসিক দিন’বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষকে আমি আমার অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ আজকের দিনটা আমাদের কাছে খুব গর্বের৷’
মমতা আজ বলেন, ‘বাংলা সকলের মুখে মুখে ফেরে ৷ সাধারণ মানুষের কাছে ‘বাংলা’নামটির গ্রহণযোগ্যতাই বেশি ৷ ইংরেজিতে হবে ‘বেঙ্গল’৷ ’ ভাষার সঙ্গে সামঞ্জস্য রাখতে ‘বাংলা’নামটিই এ রাজ্যের জন্য সবচেয়ে উপযুক্ত বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, আজ নাম পরিবর্তন সংক্রান্ত বামেদের আনা সংশোধনী প্রস্তাব ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী বাংলা এবং ইংরেজিতে ‘বাংলা’নাম রাখার পক্ষে সাফাই দিয়েছিলেন।
আজ কংগ্রেস বিধায়করা নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করলে বিধানসভায় তুমুল গোলযোগ সৃষ্টি হয়। পরে কংগ্রেস বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে বিক্ষোভ দেখান।
অন্যদিকে, বিজেপি জানিয়ে দিয়েছে নাম পরিবর্তনের এই প্রস্তাব যাতে সংসদে পাস না হয় তারা সেজন্য চেষ্টা চালাবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সংবাদ সম্মেলনে বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘যারা নাম পরিবর্তনের বিরোধিতা করলেন, তাদের জন্য আমাদের কোনো দুঃখ নেই। ইতিহাস তাদের ক্ষমা করবে না।’
প্রসঙ্গত, বিধানসভায় পাস হওয়া প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর পর তা সংসদে পাস হতে হবে এবং তারপর তাতে প্রেসিডেন্টের সই হলে নাম পরিবর্তন প্রক্রিয়া চূড়ান্ত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আজ সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন এবার থেকে তিনি পশ্চিমবঙ্গের পরিবর্তে ‘বাংলা’নামই ব্যবহার করবেন।