আন্তর্জাতিক ডেস্ক :
আমেরিকা এবং ভারত গতকাল যে প্রতিরক্ষা চুক্তি করেছে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তান ও চীনের ওপর। মার্কিন ফোর্বস সাময়িকীর নিবন্ধে এ কথা বলা হয়েছে।
লজিস্টিক এক্সচেঞ্জ মেমোর্যান্ডাম অব এগ্রিমেন্ট বা এলইএমওএ নামের এ চুক্তির আওতায় আমেরিকা এবং ভারত পরস্পরের সামরিক স্থাপনা ব্যবহার করতে পারবে। এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো এবং সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে এ সব সামরিক স্থাপনা ব্যবহার করা যাবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের চার দিনব্যাপী আমেরিকা সফর শুরুর দিনেই এ চুক্তি সই করা হয়। আটমাসে এ নিয়ে দ্বিতীয় দফা আমেরিকা সফরে গেলেন তিনি। এ সফরকালে জেট ইঞ্জিন এবং চালকহীন ড্রোন প্রযুক্তি ভারতকে দেয়ার বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন পারিকর। তিনি গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ফোর্বসের নিবন্ধে বলা হয়েছে, সাবধান চীন-পাকিস্তান – চলতি সপ্তাহে ভারত এবং আমেরিকা গুরুত্বপূর্ণ যুদ্ধ চুক্তি সই করেছে। এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম বলছে, গোটা এশিয়ায় চীনের প্রভাব বাড়ছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনকে সামাল দেয়ার যে নীতি-কৌশল নিয়েছেন তারই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ চুক্তি করা হয়।
মার্কিন সংবাদ মাধ্যম আরো বলছে, অদূর ভবিষ্যতে ৬০ শতাংশ যুদ্ধজাহাজ ভারত-প্রশান্ত মহাসাগরে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নৌবাহিনী।