নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেজমেন্টে লাগা আগুনের ধোয়া ছড়িয়ে পরে ১০তলা পর্যন্ত।
তবে আগুনের কারণে হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। সিএনজি অটোরিকশা ও অ্যাম্বুলেন্সে করে অন্যান্য হাসপাতালে যাচ্ছেন রোগীরা।
এর আগে রাত ৯টা ১৮ মিনিটে হাসপাতালটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুনের কারণে হাসপাতালের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বর্তমানে জেনারেটর ও আইপিএস চালানো হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি. জে. আলী আহমেদ খান বলেন, গ্রাইন্ড ফ্লোর থেকে আগুনের সূত্রপাত। তবে ধোঁয়া ভবনের ১০তলা পর্যন্ত পৌঁছে যায়। এতে মানুষের মধ্যে কিছু আতঙ্ক ছড়িয়ে পরে।
তবে আগুনে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার ডিজি।