নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছর প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে কমলাপুরে ভিড় জমায় টিকিট প্রত্যাশিরা। কিন্তু আজ টিকিট প্রত্যাশীদের যে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে তা কমলাপুরে আমার ৯ বছরের চাকরি জীবনে কখনও দেখিনি।
এমনটাই বলছিলেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। বুধবার সকালে জাগো নিউজের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
টিকিট কাউন্টারগুলোর সামনে দায়িত্ব পালনকালে তিনি বলেন, কমলাপুর রেলওয়ে থানায় দায়িত্ব পালন করছি বিগত ৯বছর ধরে। কিন্তু আজ টিকিট প্রত্যাশীদের যে ভিড় দেখা যাচ্ছে তা আগে কখনই দেখিনি। কাউন্টারের সামনে থেকে শুরু হয়ে রেলওয়ে থানা পর্যন্ত পৌঁছে গেছে মানুষের লাইন।
তিনি আরো বলেন, কাউন্টারের প্রতিটি লাইনে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এছাড়া আমরা নিজেরা সার্বক্ষনিক ভিডিও করছি। যে কারো আচরণ সন্দেহজনক মনে হলেই জিজ্ঞাসাবাদ করছি। এদিকে আমাদের টহল টিম সার্বক্ষনিক প্রস্তুত আছে, টিকিটের কালোবাজারি রোধে আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি।
এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনপি, স্থানীয় পুলিশ, র্যা ব ও বিজিবির সহযোগিতায় টিকিট কালোবাজারী প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমান আদলতও পরিচালনা করা হবে।