নিজস্ব প্রতিবেদক :
যাচাই-বাছাই করে জঙ্গিবাদে জড়িত সন্দেহে নিখোঁজ ৪০ জনের তালিকা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, নিখোঁজদের অনেকে পরিবারের সঙ্গে কথা বলে জানিয়েছে তারা ভালো আছে, তাদের জন্য চিন্তা না করতে। তাই আমাদের ধারণা তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছে।
আইজিপি বলেন, আমি ইতোপূর্বে অভিভাবকদের অনুরোধ জানিয়েছি আপনার সন্তানদের দিকে খেয়াল রাখুন। আমি আবারো তাদের অনুরোধ করছি আপনার সন্তান কোথায় যায়, কি করে, কারা তার বন্ধু এগুলো লক্ষ্য করুন। সন্তানদের সঙ্গে দূরত্ব ঘুচিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
বিপথগামীদের ফিরে আসার বিষয়ে আইজিপি বলেন, বিপথগামী যে সকল তরুণ অন্যের প্ররোচনায় জঙ্গিবাদের অন্ধকার পথে পা বাড়িয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান যদি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, আইনের মধ্যে থেকে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো।