আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে লন্ডনগামী ইউনাইটেড এয়ার লাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় আহত ১৬ বিমান যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাসের হাউস্টন থেকে লন্ডনের হেথ্রোগামী ইউনাইটেড এয়ার লাইন্সের ফ্লাইট ইউএ-৮৮০ বিমানটিতে কয়েক দফা ঝাঁকুনি অনুভূত হওয়ায় আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবতরণ করায় বিমানের দুই ক্রু ও ১৪ যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ৬টায় বিমানটি জরুরি অবতরণ করেছে। পরে আহত যাত্রীদেরকে অ্যাম্বুলেন্সে করে লিমরিক ইউনিভার্সিটি হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে, বিমানবন্দরে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক কিনা তা জানা যায়নি।