আন্তর্জাতিক ডেস্ক:
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মুখপাত্র ও বিদেশে জঙ্গি হামলা নিয়ন্ত্রণকারী নেতা আবু মুহাম্মাদ আল-আদনানি নিহত হয়েছে। দায়েশ জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে এক যুদ্ধে সে নিহত হয়।
মঙ্গলবার দায়েশের অনলাইন পত্রিকা আমাকনিউজ জানায়, আলেপ্পোয় সরকারি সেনা অভিযান প্রতিহত করতে গিয়ে সে নিহত হয়েছে।
গত চার বছর ধরে আলেপ্পো শহরের পশ্চিম অংশ সরকারি বাহিনী এবং পূর্ব অংশ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রণ করছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা দায়েশের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের জন্য বর্তমানে সেখানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আদনানিকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আদনানি ছিল দায়েশের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এবং পশ্চিমা দেশগুলোতে জঙ্গি হামলার প্রধান পৃষ্ঠপোষক। ইউরোপে হামলা চালানোর লক্ষ্যে এই জঙ্গি গোষ্ঠীতে লোক ভর্তি ও প্রশিক্ষণ দেয়ার কাজ তদারকি করত সে।
সাইট ইন্টেল গ্রুপ জানিয়েছে, দায়েশ তাদের এই গুরুত্বপূর্ণ জঙ্গির মৃত্যুর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী গত কয়েক মাসে দায়েশের নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা পুনর্দখল করে নেয়ায় এ জঙ্গি গোষ্ঠী বর্তমানে মারাত্মক চাপের মুখে রয়েছে।