আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান নিজেদের নয়া সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই জুনিয়র তালেবান কমান্ডার বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে জানিয়েছেন, মোল্লা ইব্রাহিম সাদ্দারকে নয়া সামরিক কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে।
মোল্লা ইব্রাহিম সাদ্দার তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা মোহাম্মাদ ওমরের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। যখন বিশ্বের বিভিন্ন দেশ তালেবানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে তখন তাদের পক্ষ থেকে নয়া সামরিক কমান্ডার নিয়োগ দেয়ার ফলে বোঝা যায়, তালেবান আলোচনার চেয়ে লড়াই চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে।
অ্যাসোশিয়েটেড প্রেস জানিয়েছে, ২০০১ সালে ইঙ্গোমার্কিন হামলায় আফগানিস্তানে তালেবান সরকারের পতন হওয়ার পর মোল্লা সাদ্দার জঙ্গি গোষ্ঠীটিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।
এর আগে সম্প্রতি হিবতুল্লাহ আখুন্দযাদে’কে নিজেদের নতুন নেতা নির্বাচিত করে তালেবান।
তালেবানের সাবেক নেতা মোল্লা আখতার মানসুর সম্প্রতি নিহত হওয়ার পর তালেবানের জঙ্গি হামলা বেড়ে যায়। এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়।